শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শরীফ মিয়া,জামালপুর:
জামালপুরের ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখকে মেয়র পদ থেকে বেআইনিভাবে অপসারণের চেষ্টার অভিযোগ তোলে প্রতিবাদে ফুঁসে ওঠেছে পৌরবাসী।
মেয়রের পক্ষে হাজার হাজার সমর্থক রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।রোববার (৩সেপ্টেম্বর) বিকালে মেয়র আব্দুল কাদের সেখের অনুসারীদের উদ্যোগে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা। এতে প্রধান বক্তার বক্তব্য দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভুক্তভোগী আব্দুল কাদের সেখ।উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু বক্তব্য বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় মেয়র আব্দুল কাদের সেখের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি প্রভাবশী মহলের প্ররোচনায় পৌর কাউন্সিলরা নানাবিধ ফন্দি-ফিকির আঁটছে। উদ্দেশ্য হাসিল করতে ইতিমধ্যে মেয়র পদ থেকে অপসারণের দাবিতে আব্দুল কাদের সেখের বিরুদ্ধে তারা ওঠে পরে লেগেছে।’পৌর মেয়র ভুক্তভোগী আব্দুল কাদের সেখ তাঁর বক্তব্যে বলেন, ‘কাউন্সিলরদের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।আমি স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার অপরাজনীতির শিকার হয়েছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি দলের মনোনয়ন প্রত্যাশী।আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাউন্সিলরদের দিয়ে দলের একটি পক্ষ ওঠে পরে লেগেছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার হীনউদ্দেশ্যে নানাবিধ অভিযোগ তোলে মেয়র পদ থেকে অপসারণের চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার সঙ্গে জনগণ আছে।’বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।উল্লেখ্য, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে অনাস্থা দিয়েছেন ১১ জন কাউন্সিলর।
এরই মধ্যে সে অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছে স্থানীয় সরকার বিভাগ।