admin
- ২০ অক্টোবর, ২০২২ / ১৫৫ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার বিভিন্ন জামে মসজিদ, মাদ্রাসা এবং ইসলামিক সংগঠনকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে জেলা পরিষদ এর পক্ষ থেকে ১০লক্ষ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২০ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার ৪৮টি প্রতিষ্ঠানকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন করার জন্য পার্বত্য জেলা পরিষদের পক্ষথেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এলাকার চাহিদা বিবেচনায় বিভিন্ন হারে আর্থিক অনুদান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ্ মাহমুদ প্রমূখ।