রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সরকার আরিফ ইখতেখার,পাবনা :
পাবনা বেড়ায় উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ ও মহিলা আ.লীগের উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী ক্রীড়া প্রতিযোগিতা এবং নরী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে বেড়া বিবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীত মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক টুকু। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি এখন নারীরাও বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে অংশ নিচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ্যাসিষ্ট্যান্স ফর সোস্যাল নেটওয়ার্ক এন্ড একটিভিটিস (আশনা’র) নির্বাহী পরিচালক মুসলিমা শামস বনি’র সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি বেলায়েত হোসেন বিল্লু, বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাহবুব আলম বাচ্চু,পাবনা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা ময়ছার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।