শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:
২৮ অক্টোবরের পর রাজশাহীতে বিএনপির প্রায় এক হাজার ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান মিনু।
শনিবার সকালে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি। এ সময় মিনু বলেন, ‘পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনী। তারা কোনো দলের বাহিনী না। বিএনপির এই গণতান্ত্রিক আন্দোলনে আগামী দিনে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ-সহ রাজশাহীতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ সহযোগিতা করবে।’ সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিনু বলেন, ‘সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সারা দেশের মতো রাজশাহী জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাকর্মীদের অকারণে গ্রেফতার এবং মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জেলখানায় পাঠিয়েছে। গ্রেফকারকৃতদের মধ্যে রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহŸায়ক আবু সাইদ চাঁদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ শরিফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য মনিরুজ্জামান শরিফ ও রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী প্রমুখ।’
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৭১৮ জন ও মহানগরে ৫৫৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) ও শনিবার আরও অন্তত ৫০জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গত প্রায় এক মাসে অন্তত এক হাজার ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হয়রানি করছে, স্ত্রী-সন্তানদের গালাগালি করছে। স্ত্রীকে গ্রেফারেরও চেষ্টা চলেছে। এভাবে অব্যাহত হয়রানি করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের।’ এক প্রশ্নের জবাবে মিনু বলেন, ‘বিএনপি’র অনেক নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে মাঠে আছে। কেউ কেউ স্পট থেকে গ্রেফতার হয়েছে। তার পরও আন্দোলন থামেনি। আমরা আগামীতে এই সরকারকে পতন করেই ছাড়ব। ‘সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র রাজশাহী মহানগর বিএনপির আহবয়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগরীর সাবেক সহ-সভাপতি নজরুল হুদা, অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অ্যাডভোকেট মিতালী খাতুন, রওশন আরা পপি প্রমুখ।