বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
বিভাগীয় প্রধান না থাকায় পরীক্ষা গ্রহণ ও সংশ্লিষ্ঠ একাডেমিক জটিলতা নিরসনে দ্রæততম সময়ে বিভাগীয় প্রধান, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পূর্ণ মেয়াদের ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।বুধবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে রুয়েটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে শিক্ষার্থীর দাবি জানান, রুয়েটের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন বিভাগীয় প্রধান না থাকায় সময়মত পরীক্ষা না হওয়া, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঠিকমত না চলা এবং দীর্ঘদিন রুয়েটে পূর্ণাঙ্গ ভিসি না থাকায় এসব সমস্যা নিরসনে পূর্ণ মেয়াদে ভিসি নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।এই বিষয়ে রুয়েটের ডিনস্ ড. নিয়ামুল বারি বলেন, রুয়েটের বিভিন্ন বিষয় নিয়ে ডিনস কমিটিতে বসে একটা সিন্ধান্ত হয়। সেই প্রেক্ষিতে ডিনস কমিটিতে সমস্যা নিরসনের জন্য কর্তৃপক্ষ যেনো একটি উদ্যোগ গ্রহণ করে রেজিষ্ট্ররের কাছে পাঠানো হয়েছিলো। তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন। তার প্রেক্ষিতে আমার নামেই চিঠি পাঠিয়েছে। এতে করে পরীক্ষা নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে কিছু মানুষ ক্ষুদ্ধ হয়েছে। আর যেসব শিক্ষার্থীরা দেখছে যে তারা পরীক্ষা দিতে পারছে না অন্যরা দিতে পারছে তারাও ক্ষুদ্ধ হয়েছে। এতে মনে হয়েছে আমি বিপদে পড়েছি। মনে হচ্ছে সেই অর্ডারটি ক্যানসিল করতে বলি। তাহলে আগের পজিসনে চলে যাবে।