বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী:
কিশোরগঞ্জের অবিলের বাজারে বৃহস্পতিবার গভীর রাতে মেসার্স নোবেল ট্রেডার্স এর সত্বাধিকারী রিফুজ্জামানের দোকানঘর ভস্মীভূত হয়েছে। এতে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী দাবি করেছে।এলাকাবাসি জানায়, ফজরের নামাজ শেষে মুসল্লিগণ বাড়ি ফেরার পথে তার দোকানে আগুনের ধোঁয়া দেখতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রেনে আনেন। এসময় দোকানে রক্ষিত
কীটনাশক, হার্ডওয়্যারের প্লাষ্টিকের দরজা, রড, সিমেন্ট, তারকাটা ও ঢেউটিনসহ বিভিন্ন মালামাল ও নগদ ৪০ হাজার টাকাসহ ভস্মীতূত হয়।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কমল চন্দ্র রায়
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটেছে।