সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গত সোমবার সকালে শহরের আমিন মোক্তারপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে জেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক মৌলভী মো: ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও রাজশাহী-রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক সম্পাদক এসএম আশরাফুল আলম রুবেল, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুর রহমান, ওলামাদ দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য ও রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মোমিন জিহাদী, রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা মোঃ জামাল উদ্দিন ফয়জি, রংপুর জেলা শাখার যুগ্নু সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইঊনুছ আলী। এতে কুড়িগ্রাম জেলা বিএনপি, ওলামা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সম্মেলনে উপস্থিত সকলের প্রস্তাবের ও সমর্থনে মৌলভী মো:ফজলুল হককে সভাপতি, মাওলানা সোহেল হোসেনকে সাধারণ সম্পাদক ও মাওলানা আবদুল মুমিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।