সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে একই পরিবারের নারীসহ চার জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটপাটের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।
রবিবার (১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী নন্দলালপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের কাশেম শাহ’র বাড়িতে এই ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে কাশেম শাহ’র বাড়িতে একই এলাকার আজায়ার শাহ’র ছেলে মো. রবিউল শাহ্ , খাইরুল শাহ্ , ইয়ার শাহ্ , জিয়ার শাহ্, আব্বাস শাহ’র ছেলে শাহিন, ওমর শাহ্’র ছেলে বাদশাহ শাহ, ইমান শাহ’র ছেলে জাহাঙ্গীর, মো. রবিউল শাহ’র স্ত্রী মর্জিনা খাতুন, ইয়ার শাহ্’র স্ত্রী আর্জিনা খাতুন, খাইরুলের স্ত্রী শান্তা খাতুন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কাশেম শাহ’র বাড়িতে গিয়ে তার স্ত্রী মোছা. হাসিনা খাতুনকে অভিযুক্তরা বকাবকি করতে থাকে বকাবকি করতে নিষেধ করায় অভিযুক্তদের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ।
এসব ঘটনা দেখে হাসিনা খাতুনের নাতী ছেলে মো.অমিত হাসান ঠেকাতে গেলে বেকি দিয়ে তাকেও কোপানো হয়। অমিতের মা মোছা. নাজমা খাতুন ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে নাজমা খাতুনের বড় ছেলে মো. এনামুল এগিয়ে গেলে তাকে লাঠি দিয়ে বেধড়কভাবে পেটানো হয়। পরে অভিযুক্তরা ওই বাড়ির ঘরের মধ্যে ঢুকে ঘরে থাকা বিভিন্ন আসাবাবপত্র ভাংচুর করে শোকেচের মধ্যে থাকা পিঁয়াজ ও পাট বিক্রির ১ লক্ষ ২০ হাজার টাকা লুট করে নিয়ে চলে যায়। পরবর্তীতে অন্যান্য প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। বর্তমানে আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই চিকিৎসাধিন রয়েছেন।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতের পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।