বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় জুয়া খেলার উপকরণ(তাস) ও জুয়া খেলায় ব্যবহৃত কিছু নগদ অর্থহ ৪জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার(৪ মার্চ) রাতে ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মুসলিম পাড়া বাজারস্থ ইদ্রিসের চা দোকানের পিছন থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়েছে। গুইমারা থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা বলেন, থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে গুইমারায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গুইমারা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মুসলিম পাড়া এলাকার সোনা মিয়া’র ছেলে মোঃ রবিউল হোসেন(২৬), আবুল কাশেমের ছেলে মোঃ জসিম উদ্দিন(২৭), আবুল হোসেনের ছেলে মোঃ নুরুন্নবী(৩৮), মাহবুব হাওলাদারের ছেলে মোঃ টুটুল হাওলাদার(৩২)। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৪ধারা মোতাবেক বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।