রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
দেশব্যাপী প্রতিভা অন্বেষণে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে পুরষ্কার এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শাহ মশিউর রহমান, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর কবীরসহ অন্যান্যরা। সাংস্কৃতিক প্রতিযোগিতায় যেসব প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছে তারা আগামী ৩০ ও ৩১ জুলাই ঢাকায় বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করার সুযোগ পেয়েছে।