শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা সোনালী ব্যাংক লি: অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে শনিবার সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত গাইবান্ধা অ লের সদস্যদের মিলন মেলা ‘সোনালী স্মৃতি ২০২৩’ অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক প্রধান শাখার দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক গাইবান্ধা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আহসানুল কবির। সংগঠনের জেলা সভাপতি মুহম্মদ আব্দুস সাত্তার খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. ইমদাদুল হক, সোনালী ব্যাংকের সাবেক অতিরিক্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা একেএম আলী আহসান, সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. হাসানুজ্জামান, মো. আতাউর রহমান, মো. আব্দুর রশিদ ডাকুয়া, মো. ওয়াজেদ আলী, মো. আল মামুন মুনছুর আলম, মো. আব্দুস সামাদ, শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান, মাহে আলম, শফিকুল ইসলাম, মোহাম্মদ আহসানুল কবির, আবু তাহের হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সুধাশু কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানটি স ালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ও মহিলা সম্পাদক সনজিদা খাতুন।