শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

গারো পাহাড়ে দুই শতাধিক বাইকারের মিলন মেলা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
‘পারস্পরিক উষ্ণ আতিথ্য ও ভালোবাসায় এগিয়ে যাবো আমরা’ এ ¯েøাগান নিয়ে শেরপুরে দুই শতাধিক বাইকারের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে শেরপুর জেলার সাতটি বাইকার গ্রæপ এ মিলন মেলার আয়োজন করে। এই মিলন মেলায় অংশগ্রহণ করেন- বাইকার্স অব শেরপুর (বস্), নালিতাবাড়ি বাইকার্স কমিউনিটি (এনবিসি), শেরপুর রাইডার্স, শেরপুর বাইক রাইডার ক্লাব (এসবিআরসি), শেরপুর বাইকার্স কমিউনিটি (এসবিসি), ইয়ামাহা রাইডার্স ক্লাব শেরপুর, বিডি বাইক হান্টারর্স (বিবিএইচ) গ্রুপ।
এতে অতিথি হিসেবে ছিলেন মোটর সাইকেলে বিভিন্ন জেলা ও স্থান ভ্রমনকারী মানবাধিকার কর্মী ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, এডভোকেট মো. আল আমিন, স্বাস্থ্য পরিদর্শক সেলিম রেজা, রাইডার্স বিডি গ্রæপের এডমিন মো. জুয়েল রানা।
বাইকার আল-আমিন রাজু বলেন, আমরা সারাবছর শখের বশে দেশ-বিদেশে নানা জায়গায় ভ্রমণ করিদেশের প্রায় সকল বাইকারদের আমরা ফেসবুক টুইটার-ইন্সট্রগ্রামে ফলো করি বা কেউ আমাদের করে। কিন্তু সামনাসামনি আমাদের খুব একটা দেখা হয় না। এই উৎসবের মধ্য দিয়ে আমরা এক সঙ্গে একত্রিত হতে পারি। এটা খুবই আনন্দদায়ক। আয়োজক সদস্য ফয়জুল হাসান ও সুলতান মাহমুদ জানান, শেরপুরে বাইকারদের সাতটি গ্রæপ দেশের বিভিন্ন স্থানে ভ্রমন করে থাকেন। এই ভ্রমনকারীদেন একত্রে করার উদ্দেশ্যে এই মিলন মেলার আয়োজন করা হয়। অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র গজনী অবকাশে সারাদেশের কয়েক হাজার বাইকারদের অংশগ্রহণে আরও একটি মিলন মেলা আয়োজন করার পরিকল্পনা চলেছে বলে জানান তারা। এবার মিলন মেলায় এই সাতটি গ্রæপের দুই শতাধিক বাইকার দেশের বিভিন্ন স্থানে মোটরবাইক ভ্রমনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এছাড়া বাইকাররা নিরাপদে মোটর সাইকেল ভ্রমন সম্পর্কে নানা পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com