সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে ১ কোটি টাকার হেরোইন-সহ মোঃ সাব্বির রহমান সাকিম (২২), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ (ডিবি)। রবিবার (৩ ডিসেম্বর) সন্ধায় গোদাগাড়ী থানাধীন প্রেমতলী সরকারী বালু ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১কেজি হেরোইন উদ্ধার করা হয়। একই সময় অপর একজন সহযোগী মাদক কারবারী মোঃ রফিকুল ইসলাম (৪০) পলিয়ে যায়। গ্রেফতার মাদক কারবারী মোঃ সাব্বির রহমান সাকিম, সে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে ও পলাতম মাদক কারবারী মোঃ রফিকুল ইসলাম, সে একই থানার হরিপুর (বেড়পাড়া) গ্রামের মোঃ রুহুল আমিনেসর ছেলে। সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী সাকিমের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
সোমবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।