রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃখালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে।গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ১৭ জুলাই সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। এ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মাছুদ আলম মন্ডল নৌকা প্রতীকে ১১ হাজার, ৬শ, ৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা আশরাফুল ইসলাম পেয়েছেন ৯ হাজার,৪শ,৪২ ভোট ।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, তালুককানুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৩ টি কেন্দ্রের মধ্যে ৭৩ টি ভোট কক্ষে ৩০ হাজার ৫৯৫ জন ভোটারের মধ্যে ২১ হাজার, ৬শ, ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।