শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলামের উদ্যোগে দুস্থদের মুখে হাসি, লুটের দিন শেষ Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলামের বলিষ্ঠ ও জনদরদী সিদ্ধান্তে দুস্থ, অসহায়, দরিদ্র মানুষ এবং জেলার বিভিন্ন এতিমখানা, মসজিদ-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস সঠিকভাবে বিতরণ করা হয়েছে। তার এই পদক্ষেপ অতীতের অপসংস্কৃতি দূর করে মানবিকতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
জানা গেছে, সৌদি আরব থেকে দুস্থ ও এতিমদের কল্যাণে পাঠানো দুম্বার মাংস পাবনা পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউস অফিস থেকে জেলার নয়টি উপজেলার মধ্যে বিতরণের নির্দেশ দেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। তবে এই বিতরণে ব্যতিক্রমী যে দিকটি লক্ষ্য করা গেছে, তা হলো – অতীতের সরকারের আমলে এইসব দুস্থ এতিমদের জন্য আনা মাংস সরকারি কর্মকর্তাদের ফ্রিজে উঠতো বলে যে অভিযোগ ছিল, তা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের কঠোর তদারকি ও মানবিক দৃষ্টিকোণের কারণে এবার সেই সুযোগ মেলেনি। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিশ্চিত হয়েছে যে দুম্বার মাংসের প্রতিটি অংশ যেন গরিব-দুঃখী ও দুস্থদের মধ্যে সঠিকভাবে বন্টন হয়।
যদিও এই বিতরণের সময় জেলা প্রশাসকের দায়িত্বশীল কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না, তবু জেলা প্রশাসকের দৃঢ় অবস্থানের কারণে মাংসের অপব্যবহারের কোনও সুযোগ তৈরি হয়নি।
জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলামের এই সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ প্রমাণ করে যে সরকারি সেবার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। তার এই প্রশংসনীয় উদ্যোগ পাবনার জনজীবনে এক নতুন আস্থা তৈরি করেছে। দুস্থ ও এতিমদের হক তাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি শুধু দায়িত্বই পালন করেননি, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাবনাবাসী এই জনবান্ধব উদ্যোগের জন্য জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলামকে সাধুবাদ জানিয়েছেন। তার এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে সরকারি ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে বলে আশা করা যায়।