শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরীর বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জয়া মারিয়া পেরেরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, মহিলা বিষয়ক অধিদফতর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন।এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, কন্যাশিশুর মধ্যেই বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা। তাই আজকের কন্যাশিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সার্বিক দিক বিবেচনায় কন্যাশিশুদের জন্য বিনিয়োগ হবে উত্তম বিনিয়োগ। সেই লক্ষ্যে কন্যাশিশুদের স্বাস্থ্য-পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতসহ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে রাখতে এই ক্ষাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। তাহলে তারা যোগ্য ও দক্ষ নাগরিক হয়ে উঠবে এবং আগামীর উন্নতসমৃদ্ধ ‘স্মার্ট’ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আরো গুরুত্বপ‚র্ণ অবদান রাখতে সক্ষম হবে। কারণ একজন শিক্ষক ‘মা’ গড়ে তুলতে পারে- একটি শিক্ষিত পরিবার ও সুযোগ্য সন্তান। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ চলমান রয়েছে।