শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

News Headline :
পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী রাজশাহীর গোদাগাড়ীতে আলুর বাম্পার ফলন: ভালো বাজার আবহাওয়ায় ও আশা বাড়াল কৃষকের

দৈনিক পাবনার চেতনা ও পাবনার রাজনীতির রিপোর্টের এডমিন   আদনানের জামিন বাতিল আদালত থেকে কারাগারে 

দৈনিক পাবনার চেতনা ও পাবনার রাজনীতির রিপোর্টের এডমিন   আদনানের জামিন বাতিল আদালত থেকে কারাগারে 

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
দৈনিক পাবনার আলো কার্যালয় ও হোটেল ড্রিম প্যালেসে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় দুই আসামিকে কারাগারে প্রেরন করেছে আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন না মুঞ্জর  করে কারাগারে প্রেরন করেন।  গ্রেফতারকৃতরা হলেন, মামলার ১নং আসামি এস এম আদনান উদ্দিন (২৮) ও ৩নং আসামি মোঃ তোফাজ্জল হোসেন (৪৪)।আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবাইয়া আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত এস এম আদনান উদ্দিন পাবনা শহরের রাধানগর বাগানপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। অন্যদিকে মোঃ তোফাজ্জল হোসেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চকচিরোট গ্রামের মোঃ তজিম উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলেও জানা গেছে।তাদের গ্রেফতারের খুশিতে পাবনা শহরে মিষ্টি বিতরণ হয়েছে। এস এম আদনান উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অনেকেই তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এর আগে চাঁদাবাজির প্রমাণ মেলায় এস এম আদনান উদ্দিনকে বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, চলতি বছরের ২৮ জানুয়ারি সন্ধ্যায় এস এম আদনান উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল হোটেল ড্রিম প্যালেস ও দৈনিক পাবনার আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা লাঠি, হকিস্টিক, জিআই পাইপসহ ধারালো অস্ত্র নিয়ে হোটেলের বিভিন্ন কক্ষ তছনছ করে এবং লুটপাট করে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। হামলায় অফিসের ল্যাপটপ, কম্পিউটার মনিটর, হার্ডডিস্ক, ক্যামেরা, মাইক্রোফোনসহ মূল্যবান সরঞ্জাম নষ্ট ও লুট করা হয়। এছাড়াও পার্কিংয়ে থাকা মোটরসাইকেলসহ নানা আসবাবপত্র ভেঙে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ রয়েছে। ঘটনায় হোটেল কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২-এর ৪/৫ ধারায় মামলা দায়ের করে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এস এম আদনান উদ্দিন হোটেল কর্তৃপক্ষের নিকট মাসিক চাঁদা দাবি করতেন এবং নেতিবাচক সংবাদ প্রকাশের ভয় দেখাতেন। কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে তিনি সহকর্মীদের নিয়ে হামলা চালান। ঘটনার ভিডিও ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। এছাড়া এস এম আদনান উদ্দিনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ২৫(২) ধারায় পাবনা সদর থানায় আরও একটি মামলা (এফআইআর নং-২১, তারিখ ৬ জুন ২০২৫) চলমান রয়েছে।হামলায় সংশ্লিষ্ট বাকি ১৫-২০ জন অজ্ঞাতনামা হামলাকারীর পরিচয় সনাক্তের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সনাক্ত হলে সম্পূরক চার্জশিট আদালতে দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com