বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
দৌলতপুর, কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফিলিপনগর ইউপির সিরাজনগর এলাকায় রিয়াজ খাঁ (৭০) নামে এক বৃদ্ধ ভাতিজার রামদার আঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮ টার সময় সিরাজনগর খাঁ পাড়ায় আসন্ন মহররম উপলক্ষে কর্মসুচী পালনের নেতৃত্ব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলযোগ সৃষ্টি হয়। এসময় রিয়াজ খাঁর ভাতিজা ও সিরাজ খাঁর ছেলে দিরাজ খাঁর রামদার কোঁপে চাচা রিয়াজ খাঁ ঘটনাস্থলেই মারা যায়।
এঘটনার সময় দিরাজ খাঁর রামদার আঘাতে নিহতের ছেলে স্বপন খাঁ (৩৮) গুরুত্বর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, সেখানে মহররম উপলক্ষ্যে আলোচনার এক পর্যায়ে নেতৃত্বের দ্ব›দ্ব নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি।