সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বিক্ষোভ মিছিলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল হাই খোকন ,সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি , সহসভাপতি গোলাম হোসেন সরআওয়ামী লীগ নেতা গোলাম সোবহান ,যুগ্নসাধারনসম্পাদক মহসিন আলম , সাংগঠনিক সম্পাদক শরিফ খান ,রেজাউল করিম তালুকদার,ফরিদুল ইসলাম ,শফিকুল ইসলাম শফি ,আনিসুর রহমান ,আফসার আলী ,প্রভাষক লিটন ,মাইদুল ইসলাম রনি ,জাকারিয়া ,আতিক,যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সহ সকল স্তরের নেতা কর্মীরা অংশ নেয় । এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। শুক্রবার (১৯ মে, ২০২৩) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে মহানগর এবং জেলা বিএনপির জনসমাবেশে তিনি এ হুমকি দেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। বর্তমান এই ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা তা-ই করবো।’ ইনশাআল্লাহ। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও অনেক সাধারণ মানুষের মধ্যে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ‘আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মামলা করার জন্যও প্রস্তুতি নিচ্ছি।’ এদিকে আবু সাঈদ চাঁদের এমন বক্তব্যের প্রতিবাদে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় তাঁরা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।