রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
নওগাঁর মান্দায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজীর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মোঃফজলুল করিম সবুজ স্টাফ রিপোর্টার –
নওগাঁর মান্দায় সনি বাংলা চ্যানেলের সাংবাদিক শরিফ এর উপর পুলিশের মিথ্যা চাঁদাবাজী মামলার প্রতিবাদে সোমবার সকাল ১০টার সময় মান্দার উপজেলার দেলুয়াবাড়ী বাজারস্থ কালিগ্রাম রোডে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
এসময় খাঁজা শাহাবুদ্দিন এর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে এলাকার নারী-পুরুষ ও স্থানীয় ব্যাবসায়ীরা অংশগ্রহন করেন।মানববন্ধনে আনুমানিক ৭ শতাধিক নারী-পুরুষ ও ব্যাবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক শরীফ উদ্দিনকে পরিকল্পিতভাবে দেলুয়াবাড়ী বাজার থেকে উঠিয়ে নিয়ে পুলিশ মিথ্যা মামলা দায়ের করেন। মিথ্যা মামলার প্রতিবাদে মান্দা থানা পুলিশের প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।
উল্লেখ্য, জানা গেছে মান্দা উপজেলার কালিগ্রাম গ্রামের এনামুল হকের মেয়েকে পার্শ্ববতী কিত্তলী গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে আরিফুল ইসলাম কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কু-প্রস্তাবে ওই মেয়ে রাজী না হলে বখাটে যুবক আরিফুল তাকে রাস্তায় জড়িয়ে ধরে শ্লীলতাহানী করে। এঘটনায় মেয়ের বাবা এনামুল হক বখাটে যুবক আরিফুল কে অভিযুক্ত করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর মেয়ের বাবা বিষয়টি মিমাংসার জন্য সাংবাদিক শরীফের সহযোগিতা কামনা করেন।এর প্রেক্ষিতে সাংবাদিক শরীফ ছেলে পক্ষের সহযোগি শরিফুল ইসলাম এর সহযোগিতা কামনা করলে গত শনিবার (২৭ মার্চ) দেলুয়াবাড়ী বাজারে বসার প্রস্তাব দেন শরিফুল। সাংবাদিক শরীফ ও ছেলে আরিফুলের পক্ষের সহযোগী শরিফুল দেলুয়াবাড়ী বাজারে বিষয়টি মিমাংসা করতে এসে মাদক ব্যবসায়ী শরিফুল নাটকীয় ঘটনা ঘটিয়ে মান্দা থানা পুলিশকে ফোন দিয়ে বলেন, সাংবাদিক শরীফ আমাকে অপহরন করে আটকিয়ে রেখেছে এবং চাঁদা দাবি করেছে। যা বাস্তবতার সাথে ঘটনার কোন মিল নেই।
এঘটনার প্রেক্ষিতে থানা পুলিশ মাদক ব্যববসায়ী ও ছেলে আরিফুলের পক্ষের সহযোগী শরিফুলের বিষয়টি আমলে নিয়ে সাংবাদিক শরীফ কে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এই মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে কিছু সাংবাদিক অতি রঞ্জিত করে খবর ছাপিয়ে বাহবা নিয়েছেন। খবরে লিখেছেন ৪ ঘন্টা অবরুদ্ধ রাখার পর অপহৃত মাদক ব্যবসায়ী শরীফুল ইসলাম কে একটি নির্মানাধীন বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে পুলিশ বলছেন, অপহৃত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম কে দেলুয়াবাড়ী বাজারের একটি গলি থেকে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।