শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁর (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) তিন উপজেলা মিলে নওগাঁ-১ সংসদীয় আসন এই আসনের বাংলাদেশ জাতীয়তা বাদি বি এন পির রাজনীতিতে দীর্ঘদিন পর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বইতে শুরু করেছে ঐক্যর হাওয়া।নেতাকর্মীরা একে অপরের কাঁধে কাঁধ রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা অনুধাবণ করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে শুরু করেছে। এতে নওগাঁর (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) তিন উপজেলার বি এন পির অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকদের মাঝে বইছে ঐক্যের সু-বাতাস। জানা গেছে, নওগাঁর-১ সংসদীয় আসনের সামনে জাতীয় নির্বাচনের জন্য তরুণ্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ও তৎপরতায় তিন উপজেলার বি এন পির নেতাকর্মীরা ঐক্যের প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একে-অপরকে কাছে টানতে শুরু করেছে। এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান মান-অভিমান ও ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া-না পাওয়াসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতদিন নিস্ক্রীয় ছিল তারাও মোস্তাফিজজুর রহমানের আহবানে সাড়া দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। মোস্তাফিজুর রহমানের আহবানে সাড়া দিয়ে এক কাতারে সামিল হয়েছেন নেতাকর্মীরা। দলীয় কোন্দল, সাংগঠনিক অবস্থা ছিল নাজুক, ভেঙ্গে পড়েছিল চেইন অব কমান্ড, বিরাজ করছিল হ-য-ব-র-ল অবস্থা। তাদের এসব সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে তৃণমুলের দাবির মুখে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বি এন পির সাংগঠনিক কর্মকান্ড জোরদার, নিস্ক্রীয়দের সক্রীয় এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি তিন উপজেলার বি এন পির সহযোগী সংগঠনকে নিয়ে বিশেষ ভাবে কর্মসুচি ঘোষণা করেছে। এতে বেড়েছে নেতৃত্বের প্রতিযোগীতা, গতিশীল হয়েছে সাংগঠনিক কর্মকান্ড। এতেই প্রমাণ হয় সীমিত পরিসরে হলেও এসব কর্মসুচিতে বি এন পির সহযোগী সংগঠনের নেতা এবং কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কর্মসুচিতে ভাল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে তিন উপজেলায় বি এন পির রাজনীতিতে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃস্টি হয়েছে। ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহযোগী সংগঠনকে ঘষেমেঝে ঢেলে সাজানোর পাশাপাশি দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষ্য এসব কর্মসুচি ঘোষণা করেছেন। মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তা বাদী বি এন পির দলীয় উপরের আহবানে দলের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে আমি এই কর্মসুচি ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন আমাদের মুল লক্ষ্য দলকে সাংগঠনিক ভাবে আরো বেশী শক্তিশালী ও গতিশীল করে তোলা।