বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরের নকলা উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার প্রত্যয়ে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার ৮ ভিক্ষুককে একটি করে টং দোকান ঘর ও মুদির দোকানের প্রয়োজনীয় মালামাল ও ২ জনের মাঝে প্রত্যেককে ২টি করে ছাগল প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুকদের মাঝে আয়বর্ধনকারী সামগ্রী বিতরণ অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, ৩নং উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, ২নং নকলা ইউপির চেয়ারম্যান উমর ফারুক, উপসহকারী প্রকৌশলী রোমমান আরা জান্নাত, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ)-এর শেরপুর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সভাপতি রসায়ন বিজ্ঞান বিভাগের ইন্সট্রাক্টর এ.কে.এম মোস্তাফিজুর রহমান মিলন, ইউনিয়ন সমাজ কর্মী ছাইদুর রহমান ও পারভেজ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন সমাজ কর্মী, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মোখলেছুর রহমান, সমাজসেবা কর্তৃক নিবন্ধিত ‘ভূরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, উপজেলার ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় উপজেলার ৮ ভিক্ষুককে একটি করে মোট ৮টি টং দোকান ঘর ও মুদির দোকানের প্রয়োজনীয় মালামাল এবং ২ জনের মাঝে প্রত্যেকের হাতে ২টি করে ছাগল তুলে দেওয়া হয়েছে।