শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

নাকুগাঁও বধ্যভুমির স্মৃতিফলক ৫২ বছরেও নির্মিত হয়নি

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবতীর্ নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন ‘নাকুগাঁও বধ্যভুমি’র অধিকাংশ জায়গা পাশে বয়ে চলা ভোগাই নদী গর্ভে বিলিন হতে চলেছে। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও অযতœ আর অবহেলায় পড়ে আছে বাংলাদেশ অংশের বধ্যভুমি। বধ্যভুমির ওই জায়গাটি নোম্যান্স ল্যান্ড হওয়ায় বাংলাদেশ অংশে কোন প্রকার স্মৃতিফলক নির্মাণ করা হয়নি। তবে একই স্থানের ভারত অংশে স্মৃতিফলক নির্মাণ করেছে ভারতীয়রা। তাই দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা করে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সরকারীভাবে প্রয়োজনীয় উদ্যোগ করার জন্য জোড়দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন ভারত সীমানার কাঁটাতারের বেড়াঘেঁষে ২০ শতক জমিতে অবস্থিত এই নাকুগাঁও বধ্যভুমি। এর বেশিরভাগ জায়গা এখন পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি খরে¯্রাতা ভোগাই নদী গর্ভে বিলীন হতে চলেছে। যে অংশটুকু রয়েছে তাতেও কখনো খড়ের গাদা, ঝোপঝাঁড় আবার কখনো গরু ছাগল বিচরণ করতে দেখা যায়। ১৯৭১ সালের ২৫ মে পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরোচিত হামলা চালায় নাকুগাঁও সীমান্তের স্থলবন্দর এলাকায়। পাকহানাদার বাহিনী অতর্কিতভাবে গণহত্যা চালিয়ে ঘণ্টা খানিকের মধ্যে নৃশংসভাবে হত্যা করে অসংখ্য নিরীহ মানুষকে। পরে নিহতদেরকে ওই বধ্যভুমিতে গণকবর দেওয়া হয়। স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হলেও নাকুগাঁও বধ্যভুমিকে রক্ষার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যুদ্ধপরবর্তী সময়ে দেশের বিভিন্নস্থানে এসব বীর শহীদদের স্বরণে স্মৃতিস্তম্ভ বা স্মৃতিফলক নির্মাণ করা হলেও অযতœ আর অবহেলায় পড়ে আছে নাকুগাঁও বধ্যভুমি। এই বধ্যভুমির পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা শ্রী রাজকুমার বলেন, আমি দেখেছি এখানে পাকহানাদার শত্রæরা অনেক মানুষ হত্যা করার পর এখানে তাদের গণকবর দেওয়া হয়েছে। এই জায়গাটি একদম ভারত সীমানাঘেঁষা তথা নোম্যান্সল্যান্ড হলেও গত কয়েক বছর আগে ভারত অংশটুকুতে তারা স্মৃতিফলক নির্মাণ করেছে। ওই সময় বাংলাদেশের অংশে স্মৃতিফলক নির্মাণ করা হলে কোন সমস্যা হতো না। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে এই বধ্যভূমির স্মৃতিফলক নির্মাণের জন্য জরুরী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে তিনি জানান।
এ ব্যাপারে নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ওই নাকুগাঁও বধ্যভুমির জায়গাটি পরিদর্শন করেছি। আন্তজার্তিক আইনে নোম্যান্সল্যান্ড এলাকায় কোন স্থাপনা নির্মাণ করার অনুমতি নেই। তারপরও জেলা প্রশাসক মহোদয়ের সাথে পরামর্শ করে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ওইস্থানের পাশেই স্মৃতিফলক নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com