বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯ক মামলায় রাজশাহী জেলা নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) সমিতির সাধারণ সম্পাদক কাজী মোঃ জহুরুল আলমকে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। সোমবার দুপুরে তিনি আদালতে হাজির হলে সিআইডি’র তদন্ত প্রতিবেদন শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২, এর বিজ্ঞ বিচারক।মামলা সূত্রে জানা গেছে, ০৩/৯/ ২০২০ ভুক্তভোগী গৃহবধূ মৃত রানীকে (২৩) বিয়ের প্রলোভন দেখিয়ে একটি বাড়িতে আটকে রেখে জোর পূর্বক ৩দিন ধর্ষণ করে। এ ঘটনার ৬দিন পরে (৯/৯/২০২০) ভোর ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় গৃহবধূর মা ৭/৯/২০২০ চারঘাট মামলা দিতে গেলে মামলা নেয়নি থানার ওসি। পরে ২২/৯/২০২০ বিজ্ঞ আদালতে গৃহবধূর মা মোসাঃ আনজেরা বেগম (৪০) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২, এর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।