রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ১০৬ বোতল মদসহ হামিদুল ইসলাম বাবু (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) রাত পোনে একটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। হামিদুল ইসলাম বাবু ওই এলাকার মানিক মিয়ার ছেলে। থানা পুলিশ জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় হামিদুল ইসলাম বাবুকে ১০৬ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক হামিদুল ইসলাম বাবুকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।