শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মার্কারি ও হাইড্রোকুইনোন যুক্ত ত্বক ফর্সাকারী নিষিদ্ধ স্কিন ক্রিম পণ্যের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী ।বুধবার (৩০ আগস্ট) রাতে মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে মহানগরীর নিউমার্কেটে অবস্থিত নেহার স্টোর্স নামের প্রতিষ্ঠানটিকে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রয় এবং অসত্য তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নির্দেশনা মোতাবেক মার্কারি ও হাইড্রোকুইনোন যুক্ত নিষিদ্ধ ৪ক চষঁং এবং উৎ. জঅঝঐঊখ ব্রান্ডের স্কিন ক্রিম জব্দ করে বিনষ্ট করা হয়।
একই অভিযানে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, নিউমার্কেট প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানটি পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী, সহকারী কমিশনার, রাজশাহী।প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) এবং সহায়তাকারীরুপে মোঃ সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।