বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
কামরুল হাসান, ময়মনসিংহ :
নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলায় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার গুলোর মালিকগণ সরকারী অনুমোদন নেয়ার তোয়াক্কা না করেই সেবার নামে রাজস্ব ফাাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে ব্যবসা কার্যক্রম। এতে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব তেমনি জনগণ পাচ্ছেনা মানসম্মত সেবা।
লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টারে কারনে প্রকৃত লাইসেন্সধারী প্রতিষ্টানগুলো সঠিক সেবা দিতে ব্যর্থ হচ্ছে। অধিকাংশ প্রতিষ্টানের নেই কোন আধুনিক ভাল যন্ত্রপাতি। নিম্ন মানের যন্ত্রপাতি দিয়ে চালাচ্ছে তাদের সেবা কার্যক্রম।
অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসারগন নিয়মিত রোগী দেখেন। এসব প্রতিষ্ঠানে নেই কোন ভাল ল্যাব। নেই কোন দক্ষ টেকনেশিয়ান। স্থানীয় জনগণের তথ্যসূত্রে জানা যায়, এলাকায় নেই কোন ভাল সেবা, নেই কোন ভাল প্রতিষ্ঠান। এখানে ডাক্তার দেখাতে আসলে ভোগান্তিতে পড়তে হয়, পাওয়া যায় না সঠিক দিকনির্দেশনা, পাওয়া যায়না সঠিক সেবা। নেত্রকোণা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, দূর্গাপুরে উপজেলায় আবেদনকৃত ১৮টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে ৮ টি প্রতিষ্টানের কোন বৈধ কাগজ পত্র নেই। এছাড়াও বিভিন্ন বাজার গুলোতে গড়ে উঠেছে অনেক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যাহা সিভিল সার্জন অফিস অবগত নয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার এ. এস. এম. তানজিরুল ইসলাম (রায়হান) বলেন, আমরা ডায়াগনস্টিক সেন্টার গুলো পরিদর্শন শেষ করে রিপোর্ট পাঠিয়েছি। পরবর্তীতে জেলা সিভিল সার্জন অফিসের নির্দেশ অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।