শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার মদন উপজেলায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে ককটেল উদ্ধারের ঘটনায় বিএনপি’র নেতা মামুন (৪৫) কে প্রধান আসামি করে, ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।এসআই শাহজাহান সিরাজ বাদী হয়ে শুক্রবার রাতে মদন থানায় এ মামলা দায়ের করেন।মামলার বাদী এসআই শাহজাহান সিরাজ বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের বাড়িতে বিএনপি’র গোপন বৈঠকে নাশকতা সৃষ্টির পরিকল্পনা চলছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেবের বাড়ির উত্তর–দক্ষিণ কোনায় পরিত্যক্ত অবস্থা ৩টি ককটেল, একটি রাম’দা ও ১৫ টি বাঁশের লাঠি পাওয়া যায়।
বিএনপি’র নেতাকর্মীদের তথ্যসূত্রে জানা গেছে, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) মদন উপজেলা বিএনপি, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জান বাবরের বাড়িতে সমবেত হন। সেখানে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেন নেতাকর্মীরা।এ বিষয়ে, মদন উপজেলা বিএনপি সভাপতি ও চানগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল আলম তালুকদার বলেন, বিএনপি ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষ করে আমিসহ সকল নেতা কর্মীরা চলে আসি।চলে আসার পরে শুনেছি পুলিশ গিয়ে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের বাড়ির মোবাইল কোম্পানির টাওয়ারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করেছে। এর বেশী কিছু আমি জানি না।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাওহীদুর রহমান বলেন, ‘গতকাল বিকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জান বাবরের বাড়িতে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তিনটি ককটেল উদ্ধার করে।’তিনি আরও বলেন, গতকাল রাতেই ৩০ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।