রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুরের প্রথম ব্যান্ড ড্যালিয়্যান্সের সদস্য ও সংগঠক মুহাম্মদ জহির আলম নয়নকে সভাপতি এবং স্রোত ব্যান্ডের ব্যান্ড লিডার ও সংগঠক সোহেল রানা ইমনকে সাধারন সম্পাদক করে রংপুর মিউজিক্যাল ব্যান্ডেস এসোসিয়েশন (রামবা)’র ৪২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার নগরীর লিটল রংপুর- ইন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২-২০২৫ ইং পর্যন্ত ৩ বছর মেয়াদী এই কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন রামবা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অজয় নাথ।এসময় রামবা’র উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সদস্য, নির্বাহী উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতিঃ মামুন পারভেজ, সহ- সভাপতি হাসনাত হাফিজ শান্তনু, তামজিদ পারভেজ বাদল, এম কে এম সোহাগ, তারিকুল ইসলাম তারেক, রকি মাহাবুব, আশরাফুল আলম রিপন, আশফাকুর তানভীর, যুগ্ম সাধারন সম্পাদক শামিম তালুকদার রাঙ্গা, হাসানুর আলী এথেন্স, জাহিদুর রহমান জাহিদ, মাহাথির শিপন, নুর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক মাসুম, সাংগঠনিক সম্পাদক রিদয় আহমেদ নয়ন, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন পরাগ, কোষাধ্যক্ষ এম,ডি সুমন হোসেন, প্রচার সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লিহামুন সানি, ক্রীড়া সম্পাদক নয়ন সাদ্দাম, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ রহমত, সমাজসেবা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আল-আমিন গগন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তাসফিকুর হক তর্পন, পাঠাগার সম্পাদক মীর আব্দুল্লাহ আল মামুন পান্না, আইন বিষয়ক সম্পাদক সুজয়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম.এস.বি বাঁধন, যোগাযোগ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী এ্যাপোলো, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম শিমুল, শ্রম বিষয়ক সম্পাদক ফারহান ফারুক, কার্যকরী
রেখন বারী, জেমস, আমিনুল হক মামুন, আরিফ আনান, আলমগীর, রতন কুমার বর্মন, মোঃ বাপ্পী, মোঃ পাওয়ার, প্রিন্স বাবু, জয় মজুমদার, মোঃ প্রাণ। এদিকে রংপুর মিউজিক্যাল ব্যান্ডেস এসোসিয়েশন (রামবা)’র নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক বিবৃতিতে, নব-নির্বাচিত কমিটির সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।