শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে গরু চুরির বিচার-মামলার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবু (৩২) নামে যু্বক খুন হয়েছেন। বুৃধবার (১৭ এপ্রিল) দিনগত রাতে সাড়ে ৮ টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নে আমলাগাছী-ঢোলভাঙ্গা সড়কের বেলতলা এলাকায় এ হামলার শিকার হন তিনি। পরে রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাহিদুল ইসলাম ওই ইউনিয়নের পূর্বগোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
থানা অফিসার ইনচার্জ আজমারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি এলাকায় গরু চুরির বিচার-মামলার জেরে বাবুথর ওপর ক্ষিপ্ত ছিল প্রতিপক্ষরা। এরই ধারাবাহিকতায় এদিন রাতে আমলাগাছী- ঢোলভাঙ্গা সড়কের বেলতলা এলাকায় বাবুর ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। হামলাকারীদের ছুরির আঘাত বাবুর বুক ভেদ করে হার্ট পর্যন্ত পেঁৗছার কারণে তার মৃত্যু হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।