রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের বিপরীতে চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ টাউনহলে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।সহকারি কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, সাবেক আ’লীগ নেতা আজাদুল ইসলাম, বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা রেজাউল করিম লালু, শ্রমিকলীগ নেতা মাহমুদুজ্জামান প্রান্তসহ আওয়ামী লীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এমপি। উল্লেখ্য; দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংস্কার টিআর-কাবিখা-কাবিটা কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাটসহ বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করা হয়।