বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শহিদুল ইসলাম খুলনা :
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছার বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২০-২১) ও প্রকল্প প্রস্তাবনা (২০২১-২০২২) প্রণয়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জুলফিকার আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন-এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুর রউফ, মৎস্য অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক মোহাঃ মজিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান নিলুফা বেগম, পটুয়াখালী নদী উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিরুল ইসলাম, উপ-পরিচালক মুহাম্মদ কামরুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম সরোয়ার, ড. শেখ মোস্তাফিজুর রহমান, ড. আবুল ফারাহ হাসানুজ্জামান, সহযোগী অধ্যাপক রাশেদুল ইসলাম। কর্মশালায় ভার্চুয়ালী ডিএনএ প্রকল্প উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কাজী আহসান হাবীব। প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল, হাশমী সাকিব, মতিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান ও শাওন আহমেদ। বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, চিংড়ি চাষী প্রভাষক আবু সাবাহ, আবু তায়েব, স.ম. আব্দুল জব্বার ও জিন্নাত আলী সানা।