বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা সদর থানা পুলিশ মোঃ খোকন নামে এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে। পরে বিশেষ রফায় ১৫১ ধারার মামলা দিয়ে কোট হাজতে প্রেরন করেছে। পাবনা সদর থানার ওসি ইনচার্য মো: আব্দুস সালাম জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুব ও এসআই জাহিদসহ সঙ্গিয় পুলিশ সদস্যরা মাদক সম্রাট খোকনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে তাকে ১৫১ ধারায় কোর্ট হাজতে প্রেরন করা হয়। খোকন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিলভাদুরিয়া গ্রামের হিরো কালামের ছেলে। ওসি আরো জানান, খোকনের বিরুদ্ধে ইতিপুর্বে মাদকের কয়েকটি মামলা রয়েছে। এদিকে একটি সুত্র জানায়, বিশেষ রফায় থানা পুলিশ খোকনের বিরুদ্ধে মাদকের মামলা না দিয়ে ১৫১ ধারায় চালান দিয়েছে। আরেকটি সুত্র জানায়, খোকনের কাছে গাঁজা পেলেও পুলিশ তা গোপন করে এবং ১৫১ ধারায় মামলা দিয়ে কোট হাজতে প্রেরন করে। খোকন একজন চিহিৃত মাদকের ডিলার। তার রয়েছে একাধিক মাদক বিক্রেতা। প্রতিজনকে ৫শ টাকার বিনিময়ে বিভিন্ন স্পটে গাজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করে থাকেন। একজন চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে, ১৫১ ধারায় আদালতে প্রেরন করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে পুলিশ কি গ্রেফতার ও ঘুষ বাণিজ্য অব্যাহত রেখেছে? স্থানীয়দের দাবি খোকনকে গ্রেফতার থেকে শুরু করে মামলার প্রক্রিয়াগুলো পর্যবেক্ষন পুর্বক দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে খোকন ১৫১ ধারার মামলায় আদালত থেকে জামিন নিয়ে বিকেলেই কোর্ট প্রাঙ্গন ত্যাগ করেন। স্থানীয়রা আরো জানায়, ৫ আগষ্টের আগে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতাকে ম্যানেজ করে দীর্ঘদিন মাদক বিক্রি চালু রেখেছিল।