সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্ত আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্য মুল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবী বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে পাবনা জেলা বিএনপি জন সমাবেশ করেছে। গত শনিবার (২০মে) বেলা ১২ টায় পাবনা জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গোপালপুর লাহেড়ী পাড়ায় এ জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিএনপি কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এ,এইচ ওবায়দুর রহমান চন্দন, বিএনপি চেয়ারপার্সনের ব্যাক্তিগত সহকারী শিমুল বিশ^াস জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ জেলা বিএনপি’র সকল অংগ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় বক্তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি দাবি করেন। সেই সাথে আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় তত্ববধায়ক সরকারের অধিনে অনুষ্ঠিত করতে সরকারের প্রতি আহবান জানান।
এদিকে গত শনিবার দুপুরে একই সময়ে পাবনা জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র জ¦ালাও পোড়াও আন্দোলনের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে। জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে পাবনা জেলা আওয়ামীলীগের দপ্তর স¤পাদক মোস্তাফিজুর রহমান সুইট এর সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ স¤পাদক কামরুল হাসান মিন্টু, পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক শ্রী বিজয় ভ‚ষণ রায়, পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল হান্নানসহ প্রমুখ নেতৃবৃন্দ।