শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,পাবনা :
পাবনার সড়ক-মহাসড়ক গুলোতে স্বাভাবিকভাবেই যানবাহনের চলাচল করছে। কর্মজীবী মানুষও বের হয়েছে নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে। বেশিরভাগ গুরুত্বপুর্ণ মোড়ে রয়েছে র্যাব-পুলিশের অবস্থান। এছাড়া পাবনায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধ উপেক্ষা করে পাবনার সড়ক মহাসড়ক গুলোতে যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে যাত্রী কম থাকায় পরিবহনের সংখ্যাও কম। তবে আগের অবরোধগুলোর চেয়ে সপ্তম দফায় ডাকা অবরোধের প্রথম দিনে যান চলাচল বেড়েছে। পাবনা বাসটার্মিনাল থেকে আন্তজেলা, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ ও রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহি বাস ছেড়ে যেতে দেখা যায়। এছাড়া পণ্যবাহী পরিবহনগুলোকে সড়ক-মহাসড়কে স্বাভাবিকভাবে চলতে দেখা যায়। রাস্তায় সিএনজি চালিত অটোরিক্সাসহ ছোট ছোট যানবাহনগুলো স্বাভাবিক দিনের মতই সড়কে চলাচল করতে দেখা গেছে। তবে অন্যান্য জেলা থেকে পাবনায় কোন যাত্রীবাহি পরিবহনকে প্রবেশ করতে দেখা যায়নি। সপ্তম দফায় ১ম দিনে অবরোধ চললেও নেতা-কর্মীদের অবরোধের সমর্থনে রাস্তায় দেখা মেলেনি।
পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আইনশৃংখলা রক্ষায় র্যাব পুলিশের অবস্থানসহ টহল জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টায় শুরু হয়ে চলবে আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভচ্যুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অবরোধের ডাক দেন। এর আগে, ছয় দফা অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। তবে পাবনায় জামায়াতের অবরোধ কর্মসুচীতে কোন মিছিল, অবরোধ বা পিকেটিং দেখা যায়নি। বিএনপি’র কতিপয় নেতা-কর্মী ঝটিকা মিছিল ও পিকেটিং করেছে। ঝটিকা মিছিল ও পিকেটিংকালে বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।