বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব ১২ সিপিসি টু ক্যাম্প। বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা র্যাব ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তারা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,
জেলার ফরিদপুর থানার ধানুয়াঘাটা হাদল ইউনিয়ন পরিষদের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। খবর পেয়ে অভিযানদল উপস্থিত হয়ে একজনকে আটক করেন। আটককৃতের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসী হলেন, ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা গ্রামের মৃত হাসেন জোয়াদ্দারের ছেলে মোঃ মোস্তাকিম জোয়ার্দার (৩০)। এ ব্যাপারে ফরিদপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে, গ্রেফতারকৃতকে কোট হাজতে প্রেরন করা হয়েছে।