বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় র্যাবের পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা চেষ্টা মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার পৃথক দুটি অভিযানে পাবনা সদর উপজেলার পৌর আব্দুল হামিদ রোড থেকে অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন (৪০) ও ঈশ^রদী পৌর এলাকা থেকে মোঃ আখলাকুর রহমান রিপন (৫৫) কে গ্রেফতার করা হয়।
মোঃ মনোয়ার হোসেন আমিনপুর থানার আহম্মেদপুর দক্ষিন চর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। মোঃ আখলাকুর রহমান রিপন ঈশ^রদী থানার আড়ামবাড়িয়া মহল্লার মৃত আজিজুর রহমানের ছেলে। গ্রেফতারকৃতদের আমিনপুর ও ঈশ^রদী থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনা র্যাব ১২ সিপিসি ২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তূজা বিষয়টি নিশ্চিত করে জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করেন।