সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ফারুক হোসেন, সাঁথিয়া পাবনা:
পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাজ্জাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্বায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,বেড়া পৌর মেয়র আসিফ সামস্ রঞ্জন, উপজেলা আ”লীগের সিনিয়র সহসভাপতি হাসান আলী খান ও আলহাজ¦ রবিউল করিম হিরু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শীলা প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দসহ আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রমজানের গুরুত্ব তুলে ধরে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন বোয়াইলমারী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. মাহতাব উদ্দিন।