বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সুলভ খান,পাবনা:
পাবনার সাঁথিয়ায় আব্দুল মতিন হত্যার সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারের সদস্যরা। আজ শনিবার (২৯ জুলাই) দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত আব্দুল মতিনের স্ত্রী আজিরন খাতুন, বড় মেয়ে সবিতা, ছোটো মেয়ে নাসরিন ও বড় জামাতা সহ তার আত্মীয় স্বজন।উল্লেখ্য, গত বছর ৪ জুন ২০২২ ইং বিকেলে মতিনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় জুয়েল নামে এক ব্যাক্তি। মামলার আসামী জুয়েল অক্ষত থাকলেও মতিনের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় রাতে ।নিহতের স্ত্রী আজিরন খাতুন পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করে বলেন, আমার স্বামীর হত্যার সুষ্ঠ তদন্তের স্বার্থে, বর্তমান তদন্তকারী কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেনকে বাদ দিয়ে নতুন কোন দক্ষ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়ার অনুরোধ করেন এবং তার স্বামী হত্যার মূল ষড়যন্ত্রকারী হারুনকে গ্রেফতার এবং তার ভাই জুয়েল ও অন্যান্য জড়িত আসামীদের গ্রেফতারপুর্বক মামলার তদন্ত শেষ করে দ্রুত অভিযোগ দাখিলের জন্য অনুরোধ করেন।