সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান, পাবনা।
পাবনা সুজানগর পরিবেশক সমিতির উদ্যোগে আলোচনা, দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাবনার সুজানগর বাজারে পরিবেশক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন,পাবনা জেলা পরিবেশক সমিতির সভাপতি ইতেখার মাহমুদ মুন্না, সাধারণ সম্পাদক ইমাদুল হক, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান।সুজানগর উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর আলী খানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, পাবনা জেলা পরিবেশক সমিতির আব্দুল হান্নান, সুজানগর উপজেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি ইদ্রিস আলী, প্রচার সম্পাদক বিপুল প্রামানিক, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, বাদশা, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সদস্য আবুল হোসেন,গাজীউর রহমান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, সুজানগর কেন্দ্রীয় বাজার মসজিদের পেশ ইমাম রফিকুল ইসলাম। আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে জেলা ও উপজেলা পরিবেশক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।