বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
এম মনিরুজ্জামান, পাবনা :
“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। শনিবার পাবনার সুজানগরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ,সুপার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহুর আহম্মদ সরকার নিক্সনের সঞ্চালনায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব রওশন আলী মাস্টার, শিক্ষানুরাগী হাজারী লুৎফুন্নাহার, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামছুজ্জামান ডন, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খলিলুর রহমান, উলাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মতিউর রহমান, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মাহাতাব উদ্দিন, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বোনকোলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক আলমগীর হোসেন, বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক রোকনুজ্জামান রতন প্রমুখ।
অনুষ্ঠানে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি সুজানগর উপজেলা শাখার সদস্য ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আরশেদ আলী, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি সুজানগর উপজেলা শাখার সদস্য এবং বোনকোলা কলেজের সহকারী অধ্যাপক অলিউর রহমান ঝন্টু, জাহাঙ্গীর হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর অধ্যক্ষ,সুপার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক ছাড়া কোন দেশে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয় তাই বর্তমানে শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয় করণ করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোড় দাবি জানান। সেই সাথে বর্তমানে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ও ২৫% উৎসব ভাতার বৈষম্য দূরীকরণের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোড় দাবি করেন। আলোচনা সভা শেষে সারাদেশের শিক্ষা সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।