সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা:
স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, বঙ্গ বন্ধু বাংলাদেশ উপহার দিয়েছেন, আর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গ বন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে দেশের মানুষের আর্থ সামাজিক মুক্তির জন্য নিরলসভাবে কাজ করছেন। তিনি দেশকে বিন্দু থেকে বিত্তে পরিনত করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় একথা বলেন। সুজানগর পৌরসভার উদ্যোগে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টু ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব।এর আগে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ মাঠেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী।