বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
পাবনায় বিদ্যুতের তারে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
পাবনার সুজানগর উপজেলার কুড়িপাড়া গ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম নাসিমা খাতুন (১৪)। সে জেলার সুজানগর উপজেলার কুড়িপাড়া গ্রামের কাইউম উদ্দিনের মেয়ে। নাসিমা সুজানগর উপজেলার কুড়িপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
পাবনা, জুলাই ২৮
পাবনার সুজানগর উপজেলার কুড়িপাড়া গ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
তার নাম নাসিমা খাতুন (১৪)। সে জেলার সুজানগর উপজেলার কুড়িপাড়া গ্রামের কাইউম উদ্দিনের মেয়ে। নাসিমা সুজানগর উপজেলার কুড়িপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কাপড়ের কারখানায় কাজ করতে যায় নাসিমা। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সংসারের প্রয়োজনে নাসিমা মাঝে মাঝে কারখানায় কাজ করতো বলে তার পরিবারের বরাত দিয়ে ওসি জানান।