মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পাবনা র্যাব ১২ ক্যাম্প সিপিসি-টু সদস্যরা। গত শুক্রবার দিবাগত রাতে (২৫ নভেম্বর) রাত সোয়া ২টায় জেলার আতাইকুলা থানার মাধপুর বাজারের মেইন রোডে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করা হয়। পাবনা র্যাব ১২ সিপিসি টু কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার সদর উপজেলার শহীদ শাহজাহান কলোনীর বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম ইসলামের ছেলে মোঃ বুলবুল হাসান বিপ্লব (২০) ও মোঃ লতিফ হোসেনের ছেলে মোঃ রোমান হোসেন (২৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আতাইকুলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।