শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে নেতৃবৃন্দের পাবনার উন্নয়নের আশ্বাস

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে নেতৃবৃন্দের পাবনার উন্নয়নের আশ্বাস পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে নেতৃবৃন্দের পাবনার উন্নয়নের আশ্বাস

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
আমার বাড়ি পাবনা, নেই কোন ভাবনা। শ্লোগান পরিবর্তন করতে হবে। “আমার বাড়ি পাবনা, পাবনার উন্নয়নে, আমার ভাবনা”। পাবনা অতি প্রচীন জেলা হলেও, উন্নয়নে প্রাচীন অবস্থায় রয়েছে। এক কথায় পাবনায় কোন উন্নয়ন হয়নি। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে পাবনা জেলার সৌন্দর্য্যে কোন উন্নতি হয়নি। শহরের আব্দুল হামিদ রোড সেই প্রাচীনকালের সরু সড়ক রয়ে গেছে। অথচ পাবনার থেকে অনেক পরে, জেলা হিসাবে ঘোষনা পেয়ে, তারা মধ্যে শহরে চার লেন সড়কে উন্নতি করেছে। আমি অনেক জেলাই গিয়েছি, পাবনার মত অবহেলিত জেলা দেশের কোথাও দেখতে পায়নি। গত ১৭ বছরের পাবনার জেলার অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি। তিনি আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। পাবনার ৫টি আসনের মধ্যে বিএনপি’র ৪টির প্রার্থী চুড়ান্ত হয়ে গেছে। শুধুমাত্র পাবনা ১ আসনের প্রার্থী ঘোষনা হলেই পাবনা ৫টি আসনের বিএনপি’র প্রার্থী চুড়ান্ত হয়ে যাবে। পাবনা জেলাবাসীর কাছে আগামী সংসদ নির্বাচেন ৫টি আসনে বিএনপি’র প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করেন। পাবনার ৫টি আসনে বিএনপি’র প্রার্থী নির্বাচিত হলে, সদর আসনের এমপি প্রার্থী প্রখ্যাত শ্রমিক নেতা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৫এমপিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে পাবনার উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন। পাবনাকে আধুনিক নগরি গড়ে তোলার ঘোষনা দেন।
পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক মো: হাবিবুর রহমান হাবিব এসব কথা বলেন।
সোমবার রাত সাড়ে ৭টায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ মাঠে এ মেলার সমাপনি অনুষ্ঠানে আর কে আকাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, সমাজ সেবক ও ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস রানা, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আহমেদ মোস্তফা নোমান, দৈনিক খবর বাংলার সম্পাদক ডা: আব্দুস সালাম, সাংবাদিক শামীম আহমেদ ও জুবায়ের খান প্রিন্স ।
প্রধান অতিথি আরো বলেন, সারা দেশে ৫ আগষ্টের পর ফ্যাসিষ্ট আওয়ামীলীগ অনেক নেতার মালিকাধীন অনেক শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে। অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। পাবনা জেলা বিএনপি’র নেতা-কর্মীরা পাবনায় কোন প্রতিষ্ঠানে হামলা বা ভাংচুর করতে দেয়নি। বিশেষ করে স্কয়ার গ্রæপের মালিক আওয়ামীলীগ করলেও পাবনার মানুষের কর্মসংস্থান এর কথা বিবেচনা করে, তাদের কোন প্রতিষ্ঠানে কোন রকম ক্ষতিসাধিত হয়নি। অথচ গাজি গ্রæপের সকল প্রতিষ্ঠান, সালমান এফ রহমানের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সেই সাথে তিনি বলেন, স্কয়ার বাংলাদেশের গর্ব। তাদের মালিকরা কেন দল করবে। সকল শ্রেনী-পেশার মানুষের কাছে তারা সম্মানিত থাকবেন, বলে আশা করেন। বিশেষ অতিথি সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, পাবনায় ৫৪ বছরের মধ্যে গত তত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মীর্জা আজিজুল হক পাবনার জন্য মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা রেল লাইন ও মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেন। এবার বিএনপি সরকার গঠন করলে পাবনার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।
প্রধান অতিথি এক বক্তব্যে এটিএন বাংলা পাবনা জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোটার মোবারক বিশ্বাসকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার এবং হয়রানি করার জন্য পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন। মোবারক বিশ্বাসের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিও জানান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কবি আলমগীর কবির হৃদয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com