শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান রনি। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা পৌর শহরের জুবিলী ট্যাংকপাড়ার নিজ বাড়িতে
সাংবাদিকদের সাথে এক মত সভায় তার ইচ্ছের কথা জানান।“আমি পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা ৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং তিনি যদি নির্বাচন করার সুযোগ দেন তাহলে নৌকাকে বিজয়ী করে পাবনার উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করব।”বাবার (রাষ্ট্রপতি) সম্মতি ও ইচ্ছেতেই নির্বাচনের মাঠে আছেন জানিয়ে আরশাদ আদনান রনি আরও বলেন, “রাষ্ট্রপতি হওয়ার আগে থেকেই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনার স্বপ্ন ছিল, পাবনাকে একটি মডেল জেলায় রূপান্তরিত করা। এখন রাষ্ট্রপতি হিসেবে উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন।” নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপ্রধানের ছেলে বলেন, “আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসার কারণে একটু দূরে ছিলাম। ” রনি বর্তমানে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য বলে জানান। তিনি বলেন, “যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে, তাই আমার দাবির একটা জায়গা তো আছেই।“ এ সময় তিনি পাবনার উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। উল্লেখ্য এর আগে তিনি বলেন, গত ১৫ বছরে পাবনার দৃশ্যত কোন উন্নয়ন হয়নি। তিনি পাবনার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন। ১৬ জেলার ১ জেলা হিসাবে পাবনার যেমন উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি।তিনি আরো বলেন, আমি উত্তরবঙ্গের যে সব জেলায় যায়, তারা তাদের জেলায় ব্যাপক উন্নয়ন করেছে। অথচ পাবনায় দৃশ্যত কোন উন্নয়ন হয়নি। তাই তিনি সুযোগ পেলে পাবনার উন্নয়নের জন্য কাজ করে যাবেন।