সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় চিহ্নিত মাদক কারবারী ও মাদক মামলার ওয়ারেন্টভ‚ক্ত পলাতক আসামী মোঃ ওমর ফারুককে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (১০ জানুয়ারী) রাত পৌনে ৯টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন কালিহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ওমর ফারুক (৩৫), সে পুঠিয়া থানাধীন জিউপাড়া (বগুড়া পাড়া), গ্রামের মোঃ জালালের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, গ্রেফতার ওমর ফারুকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামী। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। বুধবার রাতে পুঠিয়া থানাধীন কালিহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা থাকার সত্যতা স্বীকার করে। বৃহস্পতিবার সকালে তাকে পুঠিয়া থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।