বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মো.মোরসালিন ইসলাম,দিনাজপুর:
দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলার ৩ নং কাজীহাল ইউনিয়নের রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও আয়া রিতা রানী রায়ের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্নের ষড়যন্ত্র ও অবকাঠামো ধ্বংস এলাকাবাসীকে প্রভাবিত করে বিক্ষোভ ও মানববন্ধনের প্রতিবাদে শিক্ষক সমিতিতে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক মাসুদ, সহকার শিক্ষক চঞ্চল সহকারী শিক্ষক ধীমান ও নুপুর শিক্ষক সমিতির সদস্য রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সদস্য অনেক শিক্ষক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও রিতা রায় বলেন,একটি দুষ্টচক্র বিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত করতে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই বানোয়াট ও কাল্পনিক তথ্যের ভিত্তিহীন অভিযোগ মিথ্যা।তিনি আরও বলেন, এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনাদের অনুসন্ধানী চোখে এ ষড়যন্ত্রকারী গ্রুপের মুখোশ উন্মোচন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্ষতিসাধনের জন্য যারা এমন জঘন্য নিন্দনীয় কাজটি করে চলেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে সবার সহযোগিতা দাবি করেছেন তিনি।