বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মো:মোরসালিন ইসলাম,দিনাজপুর:
দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় প্রথমবার অফিসার ইনচার্জ এর বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) বেলা ২ টায় ফুলবাড়ী থানার আয়োজনে থানার হলরুমে এসআই মোঃ বদিউজ্জামান এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম, সদর সার্কেল দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার
শেখ মোঃ জিন্নাহ আল মামুন, ফুলবাড়ী সার্কেলের ওসি আলহাজ্ব মো. আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, মুক্তিযোদ্ধাবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্যানেল মেয়র, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।বিদায় অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান এর বিদায় সম্বর্ধনা ও বরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে অনেকে বক্তব্য রাখেন এবং বিদায় অফিসার ইনচার্জের ভালো ভালো কাজের জন্য কৃতজ্ঞতা জানান। নবাগত অফিসার ইনচার্জ পূর্বের অফিসার অপেক্ষা আরও ভালো কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।