সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় হেরোইন ও ইয়াবা-সহ শামীম আহম্মেদ (৩২) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫। শনিবার (৩ ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর বাঘা থানাধীন ৫নং বাউশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আড়পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন ও ১৫৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারী শামীম আহম্মেদ (৩২), সে বাঘা থানার আড়পাড়া গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে। শনিবার সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে শামীম আহম্মেদ স্বীকার করে, হেরোইন ও ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে রেখেছিলো। সে একজন পেশাদার মাদক কারবারী। দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক কারবার করে আসছে বলেও স্বীকার করে সে।
এ ব্যপারে গ্রেফতার শামীমের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ম্মলা দায়ের করা হয়েছে।